বাঘ বলে সিংহ কে কেন তুই রোজ এত গর্জাস!
জঙ্গলে যত আছে পশু পাখি ডেকে ডেকে
সবাই কে ভরকাস !
একমাথা চুলে তোর বাপরে কি বিদঘুটে গন্ধ !
উকুনে তে গিজগিজ নেই কোনো ধন্দ
জানিস কি আমি হই বঙ্গের রাজকীয় বাঘ
গায়ে আছে সুন্দর ডোরা কাটা দাগ ,
আমাকে নিয়ে ই কবি লিখেছেন পদ্য ,...
তাই পড়ে মানুষরা হেসে হলো হদ্দ !
বঙ্গের বাঘ আমি করে দি সাবধান ,
বাংলায় থাবা দিলে উপড়িয়ে নেব তোর দারিখান !
যেখানে আছিস তুই সেখানে ই থাকরে
চারি পাশে সিংহীরা থাকুকনা জাপরে -
বলে দি তোকে আমি বাংলায় টিকবেনা তোর ডাক ,
এখানে আমি ই রাজা বাংলায় আমি থাকি তুই ভাগ .
জঙ্গলে যত আছে পশু পাখি ডেকে ডেকে
সবাই কে ভরকাস !
একমাথা চুলে তোর বাপরে কি বিদঘুটে গন্ধ !
উকুনে তে গিজগিজ নেই কোনো ধন্দ
জানিস কি আমি হই বঙ্গের রাজকীয় বাঘ
গায়ে আছে সুন্দর ডোরা কাটা দাগ ,
আমাকে নিয়ে ই কবি লিখেছেন পদ্য ,...
তাই পড়ে মানুষরা হেসে হলো হদ্দ !
বঙ্গের বাঘ আমি করে দি সাবধান ,
বাংলায় থাবা দিলে উপড়িয়ে নেব তোর দারিখান !
যেখানে আছিস তুই সেখানে ই থাকরে
চারি পাশে সিংহীরা থাকুকনা জাপরে -
বলে দি তোকে আমি বাংলায় টিকবেনা তোর ডাক ,
এখানে আমি ই রাজা বাংলায় আমি থাকি তুই ভাগ .