Saturday, February 8, 2014

দিদির আহ্লাদী বোন।

হাসতে হাসতে যাচ্ছি আমি, যাচ্ছে দিদি যাচ্ছে বোন
টুকছিনা তো, জানিস কিছু , বাদবাকিটা বলছি শোন ।
লিখতে লিখতে ভুল হয়ে যায় একটা দুটো শব্দ চয়ন,
মাথার উপর ভর করে যে কবেকার সেই কবির মনন ।

এ ই যে তোরা বসে ই থাকিস কাজকর্ম শিকেয় তুলে,
ফেসবুক আর টুইটারেতে  মগ্ন হয়ে জগত ভুলে ।
ফলটা কত বিশ্রী হবে জানিস কিছু
রক্তে চিনি, মোটকা ভুঁড়ি, চোখের আলো নিভু নিভু ;
জানিস যদি থাকিস কেন আঠার মতন আটকে তবু
ফেসবুকেতে মুন্ডু গুঁজে ।।

আয় নেমে আয় যাচ্ছি আমরা দিদির সঙ্গে খেলব মাঠে,
দিদির কাছে হেরে ভুত সব
মাম্বো জাম্বো কল্পিত রা,
ঘরের ভিতর থাকিস না আর এবার তোরাও ঘুরে দাঁড়া ।

সুকুমারের আহ্লাদী রে আমরা সবাই বলছি শোন,
হাসতে হাসতে যাচ্ছে মাঠে আমার দিদির হাজার বোন।

Wednesday, February 5, 2014

আলা ভোলা দাদা

আলা ভোলা দাদা ছিল এক মাথা চুল,

লোকে ভাবত ভারি পাজী তারা বুঝত ভুল।

একা একা ঘরে বসে কি  ভাবত সারাক্ষণ,

বলতো লোকে -চেয়ে দ্যাখ ঐ এক বিকৃত মন;

দাদা আমার ছোটো থেকে ছিলনা এমন ,

ভালবেসে বুকে নিয়ে রেখেছিল  বোন।

বোঝেনি কেউ তাকে একাকীত্ব

অসুখ হয়ে খায় কুরে কুরে,

বোনেরা বড় হয়ে তাকাল-না ফিরে ।

ততো দিনে দুঃখ ফুল ছড়াল গভীরে ।।

জানলনা বোনেরা কেউ-

দুরারোগ্য অচ্ছুত ব্যাধিতে  ,

মাংসল দেহ তার খাচ্ছে কুরে কুরে ।

বড় গন্ধ পুতিময়-রেখনা রেখনা ঘরে-

কি করে কি করে কেউ এতো কামিনা

হতে পারে ;

হায়-


মনে মনে দাদা  ডাকে ‘বোন’ আয় কাছে

লোকে দেখে রাস্তয় মড়া পরে আছে।।

Sunday, February 2, 2014

আমিও যে তোমার সন্তান







সভ্যতা আমাকে ব্রাত্য করেছে কেন
কেন মা তুমি হয়েছ বিমুখ-
বিমাতার মত 
আমিও যে থাকতে চাই সদা দুধে ভাতে
আমার ও মাথায় নামুক
তোমার অভয়াশিস ,
শত শত 
কোন এক শুভ ক্ষণে
ভ্রূণ হয়ে প্রাণ পেয়ে ধন্য মেনেছি 
ভিতরে ভিতর মাগো তোমাকে জেনেছি 
তোমার নিশ্বাস বুকে নিয়ে

তিল তিল গড়ে ওঠা প্রাণ-
মাগো আমিও যে তোমার সন্তান 
তবে কেন আমাকে ঠেলতে চাও দূরে
শিকড় উপড়িয়ে ,
সন্তানের সুখ কেন আমি পারব না দিতে
আমিও তো তোমারি মতন এক মেয়ে 
মাগো দয়া করো ফিরে দাও প্রাণ-
আমিও যে তোমার সন্তান ।।

আমার ভাষা





আমার ভাষা আমার জন্য,
তোমার জন্য নয়ত।
আমার মত ছোট্ট ছেলে
 আছে কোথাও হয়ত।
আমি যখন বলব
 ‘চ যাই নীল পাহাড়ের দেশে’ ।
আমার সঙ্গে চলবে সে ঠিক
 কল্পরথে ভেসে।
আমি বলি ‘ভুতের দেশে মামদো ভুতের বাড়ি যাই’।
ছোট্ট বন্ধু বলবে ‘এমা, এটাই তো ঠিক আমি চাই’।


তুমি বলবে ‘ভেল্কি নাকি
 এসব তোমার চালাকি’।
কী করেই বা বুঝবে তুমি,
 ছোট্ট হবার জ্বালা কি!
ভাব মুলুকে ভাবের দেশের ভাবের ভাষা বোঝে যেই
আমার ভাষা তারই জন্য আর তো কারো এনট্রি নেই।

Saturday, February 1, 2014

কবি প্রণাম

সবার আমায় প্রশ্ন করে ,বলে ডেকে ডেকে ,
তাল মিলিয়ে বলতে কথা শিখলে কোথা থেকে !
আধুনিক এই যুগের সাথে মিলিয়ে ফেল পা,
দেখবে সবাই দিচ্ছে তালি, পাচ্ছ বাহবা
খোলা তোমার খাতা যেন শিশুবোধের পাতা ,
, ,, লিখছ কেন, চেনা-জানা কথা !
কঠিন শব্দ চয়ন করে, বেতাল সুরে ভরে ,
দেখাও দেখি নতুন ভাল লেখা সৃষ্টি করে
অভিনব নতুন কিছু লিখব মনে করে ,
জেগে ছিলাম রাতের বেলা, কলম হাতে করে
জানলা দিয়ে জ্যোতস্নারাতের কিরণ এলো ঘরে ,
সেই পুড়ান চাঁদের আলো দেখি নতুন করে
নীল আকাশে চাঁদের সাথে তারার মেলা যত,
মনে হল নীল কাপড়ে জরির সুতোর মত
চুমকি লাগা ওড়না গায়ে, হাসছে যেন শ্যামলা মেয়ে,
দেখছে চেয়ে চেয়েচাঁদের হাসির বাঁধ ভেঙেছে
বলছে গেয়ে গেয়ে
রাতের বেলা নতুন কিছু হলোনা আর লেখা ,
সকাল বেলায় লিখব নাহয় সূর্য দিলে দেখা
ভোরের বেলা নতুন রবির পেলাম যখন দেখা
ভানু-সিংহের নাম যেন দেখছি আছে লেখা
দিবাকরের কর এলো যে আমার হৃদয় মাঝে ,
পুড়ান আর নতুন ধ্বনি একই সুরে বাজে
আবহমান কালের ধারা চলছে বেয়ে বেয়ে,
নৌকা বয়ে যাচ্ছে যেন আমায় সাথে নিয়ে
নতুন আর পুরাতনের ভেদ পড়েনা চোখে ,
আধুনিকা নই গো আমি চির নূতন বিশ্বলোকে