Saturday, February 8, 2014

দিদির আহ্লাদী বোন।

হাসতে হাসতে যাচ্ছি আমি, যাচ্ছে দিদি যাচ্ছে বোন
টুকছিনা তো, জানিস কিছু , বাদবাকিটা বলছি শোন ।
লিখতে লিখতে ভুল হয়ে যায় একটা দুটো শব্দ চয়ন,
মাথার উপর ভর করে যে কবেকার সেই কবির মনন ।

এ ই যে তোরা বসে ই থাকিস কাজকর্ম শিকেয় তুলে,
ফেসবুক আর টুইটারেতে  মগ্ন হয়ে জগত ভুলে ।
ফলটা কত বিশ্রী হবে জানিস কিছু
রক্তে চিনি, মোটকা ভুঁড়ি, চোখের আলো নিভু নিভু ;
জানিস যদি থাকিস কেন আঠার মতন আটকে তবু
ফেসবুকেতে মুন্ডু গুঁজে ।।

আয় নেমে আয় যাচ্ছি আমরা দিদির সঙ্গে খেলব মাঠে,
দিদির কাছে হেরে ভুত সব
মাম্বো জাম্বো কল্পিত রা,
ঘরের ভিতর থাকিস না আর এবার তোরাও ঘুরে দাঁড়া ।

সুকুমারের আহ্লাদী রে আমরা সবাই বলছি শোন,
হাসতে হাসতে যাচ্ছে মাঠে আমার দিদির হাজার বোন।

No comments:

Post a Comment