Saturday, February 1, 2014

কবি প্রণাম

সবার আমায় প্রশ্ন করে ,বলে ডেকে ডেকে ,
তাল মিলিয়ে বলতে কথা শিখলে কোথা থেকে !
আধুনিক এই যুগের সাথে মিলিয়ে ফেল পা,
দেখবে সবাই দিচ্ছে তালি, পাচ্ছ বাহবা
খোলা তোমার খাতা যেন শিশুবোধের পাতা ,
, ,, লিখছ কেন, চেনা-জানা কথা !
কঠিন শব্দ চয়ন করে, বেতাল সুরে ভরে ,
দেখাও দেখি নতুন ভাল লেখা সৃষ্টি করে
অভিনব নতুন কিছু লিখব মনে করে ,
জেগে ছিলাম রাতের বেলা, কলম হাতে করে
জানলা দিয়ে জ্যোতস্নারাতের কিরণ এলো ঘরে ,
সেই পুড়ান চাঁদের আলো দেখি নতুন করে
নীল আকাশে চাঁদের সাথে তারার মেলা যত,
মনে হল নীল কাপড়ে জরির সুতোর মত
চুমকি লাগা ওড়না গায়ে, হাসছে যেন শ্যামলা মেয়ে,
দেখছে চেয়ে চেয়েচাঁদের হাসির বাঁধ ভেঙেছে
বলছে গেয়ে গেয়ে
রাতের বেলা নতুন কিছু হলোনা আর লেখা ,
সকাল বেলায় লিখব নাহয় সূর্য দিলে দেখা
ভোরের বেলা নতুন রবির পেলাম যখন দেখা
ভানু-সিংহের নাম যেন দেখছি আছে লেখা
দিবাকরের কর এলো যে আমার হৃদয় মাঝে ,
পুড়ান আর নতুন ধ্বনি একই সুরে বাজে
আবহমান কালের ধারা চলছে বেয়ে বেয়ে,
নৌকা বয়ে যাচ্ছে যেন আমায় সাথে নিয়ে
নতুন আর পুরাতনের ভেদ পড়েনা চোখে ,
আধুনিকা নই গো আমি চির নূতন বিশ্বলোকে

No comments:

Post a Comment