Tuesday, January 21, 2014

তোমার চশমা



তো
মার চশমা আমার দৃষ্টি করে খাটো;
তোমার শাসন বন্ধ রাখে আমার কান দুটো ।
তোমার কাছে সবই সাদা-কালো ,
শুধুই দিনে দেখ তুমি আলো ।।
তোমার আঙ্গুল বারণ শুধু করে ;
এগিয়ে নিয়ে যায় না কেন
আমার এ হাত ধরে ।।
আমার চোখে যদি দেখতে
-দেখতে পেতে বালির পাহাড় পেড়িয়ে মরূদ্যান ।
শুনতে পেলে আমার মতো-
ভেসে আসত তোমার কানে
রুদ্ধ দ্বারের ওপার থেকে শিকল ভাঙার গান ।
আমার রঙে রাঙতে যদি তুমি,
হয়ত আমায় রাখতে না আর শাসন দিয়ে বেঁধে ।
আমার পথে চলতে যদি -
ফুল তুমি রাখতে গাছে
তাকে মালায় করে রাখতে না আর গেঁথে ।।
এস,  হাত দাও তো হাতে,
চশমাটা নাও খুলে,
ভালবাসা শেখাই তোমায়,

শাসনটা যাও ভুলে ।।

No comments:

Post a Comment