Thursday, January 23, 2014

হুড়োদা



আমাদের অফিসেতে কাজ করে এক বুড়ো
কাজের বেলা অস্টরম্ভা দিতে জানেন  হুড়ো ।
পিয়নটাকে কেবল ছোটান- কিনে আন র পান,
যখন ই কেউ ছাড়বে ধোঁইয়া, দেবেন একটা টান।

ফাইল যদি টেবিলে যায় দেবেন একটা তাড়া
'পেছনেতে লাগছে নাকি কেউ কিম্বা কারা '!
অফিসেতে আসছি বলে কাজ করতেও হবে,
এমন কথা এ বয়সে কে শুনেছে কবে ।
চিঠি যদি লিখতে হবে লেখনারে ভাই তোরা,
কাজ দেখলেই ফাইল কেন আমার দিকে ছোঁরা ১

হিসাব কিতাব রাখতে বুড়োর ভীষণ করে ভয়,
চোখেও নাকি পড়ছে ছানি হিসাব রাকা দায় ।।

সাহেব বলেন বসুন তবে টেলিফোনটা  নিয়ে
মনে ভাবেন কথা বার্তা শুনব লুকিয়ে ।

ফোনটা তুলেই চ্যাঁচায় বুড়ো-" কি চাই এত ভোরে ?'
সকাল হতেই অফিসে ফোন - বসতে এরা দেবেনা চুপ করে !!
আমি বলি -ও হুড়োদা সাহেবের ফোন ওটা-
তাই নাকিরে, এতক্ষনে বললি কেন বেটা,
মজা বুঝি দেখছিলি তুই দেব এমন হুড়ো-
অফিস মাথায় করে চ্যাঁচায় আমাদের সেই বুড়ো ।।

No comments:

Post a Comment