এই শম্ভু চললি কোথায় আজ তো সবই বন্ধ
তোকে দেখে মনে আমার লাগছে কেমন ধন্ধ
বলেছিনা কালকে রাতে আজ হরতাল ভাইরে
তবু কেন ছাতা হাতে যাস তুই বাইরে ?
শীত পরেছে লেপ কাঁথাটা চাপিয়ে দিয়ে গায়েতে
আয়না খাটে শুয়ে কাটাই আমরা দুটি ভায়েতে ।
দোকান বাজার বন্ধ যে আজ বাসের চাকা ঘুরবেনা ,
আজ সকালে কেউতো রে ভাই আপিস যয়েন
তোকে দেখে মনে আমার লাগছে কেমন ধন্ধ
বলেছিনা কালকে রাতে আজ হরতাল ভাইরে
তবু কেন ছাতা হাতে যাস তুই বাইরে ?
শীত পরেছে লেপ কাঁথাটা চাপিয়ে দিয়ে গায়েতে
আয়না খাটে শুয়ে কাটাই আমরা দুটি ভায়েতে ।
দোকান বাজার বন্ধ যে আজ বাসের চাকা ঘুরবেনা ,
আজ সকালে কেউতো রে ভাই আপিস যয়েন
করবেনা ।
নারে দাদা আজকে আমি থাকব নাকো ঘরে ,
এমন করে বন্দী আমায় যেন না কেউ করে ।
রাজনীতি কি বুঝি নাতো - বুঝি না হরতাল ,
জানি কেবল বসলে ঘরে জোটেনা ভাত-ডাল ।
মহাত্মা-জীর অস্ত্র ছিল হরতাল কোনকালে ,
তাঁর দাপটে ইংরাজ দেশ ছেড়েই গেছে চলে ।
এখন যে দেশ গরতে হবে করতে হবে শ্রম,
বসলে ঘরে ঘুচবে দুঃখ এ তোমাদের ভ্রম ।
শ্রমের কোনো বিকল্প নেই শোনো আমার কাছে ,
অলস হয়ে থাকলে বসে অনেক দুঃখ আছে ।
শুনবনা তাই কারুর কথা যারই কাজে আজ,
চলনা দাদা ভেঙ্গে ফেলি এই হরতাল রাজ।।
এমন করে বন্দী আমায় যেন না কেউ করে ।
রাজনীতি কি বুঝি নাতো - বুঝি না হরতাল ,
জানি কেবল বসলে ঘরে জোটেনা ভাত-ডাল ।
মহাত্মা-জীর অস্ত্র ছিল হরতাল কোনকালে ,
তাঁর দাপটে ইংরাজ দেশ ছেড়েই গেছে চলে ।
এখন যে দেশ গরতে হবে করতে হবে শ্রম,
বসলে ঘরে ঘুচবে দুঃখ এ তোমাদের ভ্রম ।
শ্রমের কোনো বিকল্প নেই শোনো আমার কাছে ,
অলস হয়ে থাকলে বসে অনেক দুঃখ আছে ।
শুনবনা তাই কারুর কথা যারই কাজে আজ,
চলনা দাদা ভেঙ্গে ফেলি এই হরতাল রাজ।।
No comments:
Post a Comment