Tuesday, January 21, 2014

হরতাল



এই শম্ভু চললি কোথায় আজ তো সবই বন্ধ
তোকে দেখে মনে আমার লাগছে কেমন ধন্ধ
বলেছিনা কালকে রাতে আজ হরতাল ভাইরে
তবু কেন ছাতা হাতে যাস তুই বাইরে ?
শীত পরেছে লেপ কাঁথাটা চাপিয়ে দিয়ে গায়েতে
আয়না খাটে শুয়ে কাটাই আমরা দুটি ভায়েতে ।
দোকান বাজার বন্ধ যে আজ বাসের চাকা ঘুরবেনা ,
আজ সকালে কেউতো রে ভাই আপিস যয়েন
করবেনা ।








নারে দাদা আজকে আমি থাকব নাকো ঘরে ,
এমন করে বন্দী আমায় যেন না কেউ করে ।
রাজনীতি কি বুঝি নাতো - বুঝি না হরতাল ,
জানি কেবল বসলে ঘরে জোটেনা ভাত-ডাল ।
মহাত্মা-জীর অস্ত্র ছিল হরতাল কোনকালে ,
তাঁর দাপটে ইংরাজ দেশ ছেড়েই গেছে চলে
এখন যে দেশ গরতে হবে করতে হবে শ্রম,
বসলে ঘরে ঘুচবে দুঃখ এ তোমাদের ভ্রম ।
শ্রমের কোনো বিকল্প নেই শোনো আমার কাছে ,
অলস হয়ে থাকলে বসে অনেক দুঃখ আছে ।
শুনবনা তাই কারুর কথা যারই কাজে আজ,
চলনা দাদা ভেঙ্গে ফেলি এই হরতাল রাজ।।











No comments:

Post a Comment