Friday, January 31, 2014

স্বপ্ন-রথে

কালকে রাতে স্বপ্ন-রথে গিয়েছিলাম দূর দেশে,
ভাবনা যেথায় পাখনা মেলে ফুলের গন্ধে মেশে 
গাছেরা সব কথা বলে বন্ধু-লতার সাথে,
ফুল-গুল গান শোনায় জান সকালদুপুর রাতে
এমনি এক আজব দেশে গিয়েছিলাম হাওয়ায় ভেসে
স্বপ্ন রথে চড়ে
তোমরা যারা যাবে এস আমার ঘুমের ঘোরে 
সেই দেশেতে আকাশেতে রামধনুকের গায়
সাতটি রঙের হাসির ধারা সাদাই বয়ে যায় 
সূর্যি-মামাচাঁদামামা আর তারা আছে যত
গল্প শোনায় যেমনটি চাও তোমার মনের মত 
কত রঙের পাখি নাচে গাছের ডালে ডালে,
কে কে যাবে সংগে আমার এইবারে দাও বলে 
সেই সে দেশের খুশি মেশে রোদ বৃষ্টি ঝড়ে
কালকে রাতে গেলাম যেথায় স্বপ্ন রথে চড়ে 
সে দেশেতে পাহাড় আছে আছে নদীর জল
বাঘ-ভালুকের সাথে সেথায় খেলে হরিণ দল
নাইরে সেথায় ঝগড়া-ঝাটি
সেথায় নাইকো কান্নাকাটি
সে দেশ খুশির রঙ্গে ভরা ,
কে কে যাবি সংগে আমার
বলনা রে ভাই তোরা 

No comments:

Post a Comment