Wednesday, January 22, 2014

দাদামনি




কান্না আর না, আমার খুকু সোনামনি
পুতুল কিনে এনেছে দেখ তোর সে দাদামনি ।
পুতুল আমার ছেলে যে মা বৌ এনে দাও তবে,
রবিবারের দিনে তাদের বিয়ে দিতে হবে ;
বৌ বাজারে বউ পাওয়া যায়,
লাল চেলি আর জোর, এন দোকান থেকে;
ধুম করে খুব বিয়ে দেব তাকিয়ে দেখবে লোকে ।

কিন্তু মাগো দাদামনি কোথায় গেল চলে,
পুতুল কিনে দিল তবু নিল নাতো কোলে ।
দাদামনি না থাকলে যে হয়না কোনো মজা,
পুতুল বিয়ে কে দেবে মা, কে সাজবে রাজা ।

কতই হবে খেলা ধুলা -কতনা হৈ চৈ,
সন্ধ্যা হলো মাগো আমার দাদামনি কৈ ?

দাদা তোমার গেছে চলে অনেক দূরের দেশে,
তারা হয়ে জ্বলছে দেখো  রাতের আকাশেতে ।

দাদামনি ছিল আমার সাত রাজার ধন ।

তুই যে আমার চোখের মনি, তারই ছোটো বোন ।

আয় মা আমার কোলে চোখে ঘুম এসেছে ঐ-
রাত্রি হোলো মাগো আমার দাদা মনি কই!




No comments:

Post a Comment