আমাদের আপু-স্যাম সবাই জেনেছে নাম
প্রাইজ পেয়েছে ডগ শোয়ে
আপু বাবা স্যাম ছেলে দুই ইয়ে মিলে জিতে নিলে
প্রথম দ্বিতীয় ডগ হয়ে
ধপ ধবে সাদা লোম কি নরম কি নরম
সারাদিন চটকাই বসে,
বাটি বাটি দুধ খায়, রাত্রে মাংস চায়
মাকে দেখে লেজ নাড়ে কষে ;
আপুর সাহস ভারি, বিড়ালের সাথে আড়ি
তেড়ে যায় পুষি যদি আসে।
যত বলি থাম থাম, আরে ছি ছি রাম রাম
মেনি টাকে মারবি কে শেষে !
এত যদি তেজ তোর, গায়ে যদি এত জোর
মার দেখি হুলো টাকে ফেলে ।
কান-কাটা হুলো বেটা, বাঘের মতন চোখ দুটো
চুরি করে দুধ খায়, মাছ নিয়ে চলে যাল্য
যখন বেলা হয় দুটো ।।
আপু বলে ঘেউ ধ্যাঁকো, ঠিক আছে এবার দেখো
দেখো আমি কত বাহাদুর,
এমন করব তাড়া করে দেব পাড়া-ছাড়া,
হুলো টাকে করে দেব দূর ।।
সেদিন দুপুর বেলা চলছিল লুডো খেলা
স্যাম এসে দাঁড়াল সেখানে ।
স্যামের সাহস নেই বিপদ দেখলে তাই
ছুটে এসে জামা ধরে টানে ।
স্যাম আগে চলে ছুটে পিছে আমি আর ঘুটে,
কি জানি কি হয়েছে ঘটনা ;
চুপি চুপি বলি শোনো এঘটনা কোরো না রটনা।
লোম গুলো করে খারা, ফুলিয়ে গোঁফের তোড়া
ঠাস ঠাস চর মারে হুলো,
আপু ডাকে ঘেউ ঘেউ, শোনাচ্ছে মেউ মেউ
দোহাই আমায় নিয়ে চল ।
আপুকে নিলাম কোলে, স্যাম সাথে সাথে চলে,
হুলো বেটা খেয়ে এক লাথ,
ডিগ বাজি খেলো সাত হাত।
আপু বাহাদুর বীর লজ্জায় নত শির -
খাটের তলায় স্থান নিল ।
0
No comments:
Post a Comment