খোকাবাবু খাচ্ছিল বেদানা ছাড়িয়ে,
দ্যাখে এক হনুমান বাগানে দাঁড়িয়ে
হনুমান কলা খায় এটা তার জানা,
ভাবে মনে এতো তবে খাবেনা বেদানা।
মাকে ডেকে বলে দুটো কলা দাওনা মা,
মা বলেন ভালো কথা খেয়েছ বেদানা ?
দ্যাখে এক হনুমান বাগানে দাঁড়িয়ে
হনুমান কলা খায় এটা তার জানা,
ভাবে মনে এতো তবে খাবেনা বেদানা।
মাকে ডেকে বলে দুটো কলা দাওনা মা,
মা বলেন ভালো কথা খেয়েছ বেদানা ?
বেদানা তো খাব আমি, কলাটা বাঁদরে,
মা বলেন তাই বটে আদরে আদরে
বাঁদর হয়েছ খুব এটা হলো জানা,
আগে শেষ করো দেখি তোমার বেদানা।
এ তো ভারি জ্বালা দেখি হনুমান ভাবে,
ভালো মনে না দিলে তো কেড়ে নিতে হবে।
এক লাফে হনুমান বেদানাটা কেড়ে-
ঠাস করে মারে চড় ঝুঁটি দিল নেড়ে।
মা এসেই বলে- কৈ বেদানার খোসা ?
সে তো এক হনুমান নিয়ে গেছে বাসা ।
বড় বার বেড়েছ তো, কথা বল মিছে,
ঠাস করে মারে চড় খুব রেগে গেছে।
ভ্যাবাচ্যাকা খোকা ভাবে কি করেছি দোষ
হনুমানে মারে চড়, মা ও করে রোষ !
মা বলেন তাই বটে আদরে আদরে
বাঁদর হয়েছ খুব এটা হলো জানা,
আগে শেষ করো দেখি তোমার বেদানা।
এ তো ভারি জ্বালা দেখি হনুমান ভাবে,
ভালো মনে না দিলে তো কেড়ে নিতে হবে।
এক লাফে হনুমান বেদানাটা কেড়ে-
ঠাস করে মারে চড় ঝুঁটি দিল নেড়ে।
মা এসেই বলে- কৈ বেদানার খোসা ?
সে তো এক হনুমান নিয়ে গেছে বাসা ।
বড় বার বেড়েছ তো, কথা বল মিছে,
ঠাস করে মারে চড় খুব রেগে গেছে।
ভ্যাবাচ্যাকা খোকা ভাবে কি করেছি দোষ
হনুমানে মারে চড়, মা ও করে রোষ !
No comments:
Post a Comment