Tuesday, January 21, 2014

হিংসুটে





ফুটকি কেমন লালা সিল্কের জামা দেছে গায়
অমনি একটা লাল জামা আমার ও মা চাই।
ফুটকি কানে দুল পরেছে, সোনার দুটো ফুল-
আমার কেন লম্বা-মতন, আমার ও চাই ফুল ।
দেখোতো ওর জুতো-মোজা, ম্যাচিং জামার সাথে,
আমার জুতো বিশ্রী কেমন - মোজা ও নেই সাথে।
এবার ভালো বেশ হয়েছে এক ই রকম জামা,
এক ই রকম জুতো-জামা, বেশ হয়ে না মা ?




শোনরে খুকি বলছি তোকে হিংসা কেন মনে?
যত-ই সাজো এক ই রকম, তফাৎ লোকে জানে
তুই তো মাথায় খাটো, তায় রংটা একটু চাপা
বড়ির মতন নাকটা যেন ভীম বাহাদুর থাপা
ফুলিয়ে গলা ঝগড়া করিস, লেখা-পড়ায় ফাকি
ফুটকি কেন প্রিয় সবার জানিস না তুই তাকি ?
শরীরটা তোর মনের আয়না - ফাঁকি দিস তুই কাকে !
মনের শোভা বাড়াস যদি বাসবে ভালো লোকে







No comments:

Post a Comment