Tuesday, January 21, 2014

ভুত-পেত্নী-দত্যি-দানো





ভুত-পেত্নী-দত্যি-দানো, রাজপুত্র-রাজকন্যা
কোথায় গেল চলে ।
দাদু-দিদা ভেবেই সারা খোকন যখন দেয় গো তাড়া
গল্প শুনতে এসে ।
সাত সমুদ্র তের নদীর পারে, রাক্ষসেদের ঘরে
রাজপুত্র যেত কেমন পক্ষীরাজে চড়ে ।
সোনার কমল থাকত ফুটে যেত সকল বাঁধন টুটে
সোনার কাঠি ছুঁলে
একশ বছর ঘুমের পরে রাজকন্যা দেখত ঘরে
এলো রাজার ছেলে ।
দাদু তখন ছোট্ট ছেলে ঘেঁসটে সুয়ে মায়ের কোলে
ভাবত মনে মনে।
আমি যেন রাজার ছেলে পক্ষীরাজে পাখনা মেলে
ঘুরছি বনে বনে
বাঘ ভালুকে পাচ্ছিনাত ভয়
রাক্ষসদের রাজ্য কত, করছি আমি জয় ।
রাজকন্যা ঘুমিয়ে আছে রাক্ষসীদের ঘরে ,
তাকেও আমি আনব যে জয় করে ।

স্বপ্নে দেখা সেই যে রাজার মেয়ে ,
সেই তো দিদা, খোকন দেখ চেয়ে ।
ভুত-পেত্নী-দত্যি-দানা রাজপুত্র রাজকন্যা
যায়নি কোন-খানে,
আছে তারা ঘুমের ঘোরে অনেক অনেক বছর ধরে
দাদু দিদার মনে


No comments:

Post a Comment