Thursday, January 23, 2014

দুলুর সাইকেল




রেল লাইনের ধারটি ধরে বুনো গন্ধে ভরা
হলুদ ফুলের ঝাড় ;
বুক ভরে বাতাস নিয়ে দৌড়ে দৌড়ে চলে দুলু,
দিনে হাজার বার ।।

লাল মাটির পথ, ধুলো ধুলো ঝড়-
দুলুকে কেউ ডাকেনা যে,
আপন কিম্বা পর ।।

দুলুয়ারে ঘরকে আয় বাপ আমার মানিক,
কে ডাকে কে, চমকে দুলু
দাঁড়িয়ে থাকে খানিক ।।


না কেউ নয়, বাতাস বুঝি, সন সন সন ঝড়,
টাপুর টুপুর বৃষ্টি শুরু হলো ।
তবু দুলু চলেছে ছুটে
বাপটা যদি ফেরে, ট্রেনের সময় হলো।।

বাপ গেছিল ভিন গাঁইয়েতে আনতে সাইকেল,
প্রাণের বেটা চড়তে চায় গাড়ি।
মাস গড়া, বছর গেল,
ছুটছে দুলু রোজ-
বাপ যে তার ফিরল না আর বাড়ি।।



No comments:

Post a Comment