বাং
|
লা মায়ের এপার ওপাড় হিন্দু মুসলমান ।
এপারেতে থাকে দিদি ওপাড়ে ভাইজান ।
গানের কলি লিখে লিখে দিদি ভাসায় জলে ।
গানের ভেলায় সাজায় ভাই সুরে, ছন্দে, তালে ।
দিদির চোখে স্বপ্নে শুধু গলায় যে নেই সুরে ;
ভাইজান কয় দিদির দুঃখ করব আমি দূর ।
এপার বাংলা ওপাড় বাংলা বাঁধব আমি সুরে –
সবুর কর দিদি ,সে দিন আর তো নেই দূরে ।
ভাইজান গায় উদার গলায় তার সুর ছুঁয়ে যায় মন ;
গর্বে স্নেহে ভরে ওঠে দিদির নরম মন ।
দিদি-
আর
ভাইজান তারা হিন্দু মুসলমান ,
এপার ওপাড় এক করল তাদের যুগল গান ।।
No comments:
Post a Comment