ইস্কুলেতে গিয়ে তুই কি করিস রে খোকা ?
চুপ করতো ভাল্লাগেনা কথা বোকা বোকা
এ কি রে, তুই কেমন ছেলে বোকা বলিস মা কে;
তা নয়তো কি, জানো তু,ই সবাই আমায় খোকা বলে ডাকে,
অনেক বড় হয়ে গেছি একাই পারি যেতে ,
এবার থেকে আমায় তুমি আসবেনা আর নিতে ।
চারটে বাজে খোকা আমার ফিরল না তো ঘরে,
ও গো শুনছো , যাওনা একটু, দেখ না খোঁজ করে ।
দুটো মিনি বাসের সাথে খুব হল লড়াই-
দুটো ই চায় আগে যেতে, রেস হল সাঁই সাঁই ।
পাদানিতে ভ্যাবাচ্যাকা পড়ল খসে খোকা,
বাস চলেছে ভীষণ বেগে যায়নি তাকে রোকা ।
ঘুরল ছাকা রক্ত ধুলোয় মাখামাখি দেহ,
আহা কেমন কচি মুখটা জান নাকি কে ও,
এ তো খোকা বনানীদির- জাও নিয়েস ডেকে,
মা পড়ল বেহুঁশ হয়ে খোকার রক্ত দেখে ।।
No comments:
Post a Comment