Tuesday, January 21, 2014

ক্ষুদে-নদী




ডিম‌্ ডিম‌্ ডিম‌্ মাদল বাজে
ক্ষুদে নদীর বাঁকে,
সুন্দরী লো সুন্দরী
সব নোলক দোলাও নাকে .
তির্‌ তির‌্ তির‌্ পাথর বেয়ে
নদীর ছুটে চলা ,
সুন্দরী তোর রূপের ছটায়
বিবাগী মন ভোলা .
ঝিম‌‌্ ঝিম্ মন নেশায় মাতাল,
মাদল বাজার তালে,
সুন্দরী সব আয় ছুটে আজ
ক্ষুদে-নদীর জলে ।

মাতাল আকাশ, মাতাল বাতাস
মাতাল নদীর জল।
মাতাল করা নাচের তালে
মাদলে তোল বোল ।
আগুন ঝরা ফাগুনমাসে
বনে বনে কি উচ্ছ্বাসে
ফোটে পলাশ ফুল,
পাষাণ বুকে মহুয়াফুল
দোলে দো-দুল দুল।
নেশা নেশা রঙিন চোখে
সুন্দরী-লো তোকে দেখে
ভ্রমর হলো মন,
সুন্দরী-লো বুকে এসে
মনের কথা শোন ।
ডিম্ ডিম্ ডিম্ মাদল বাজে
বুকে আমার ঝড়-
সুন্দরী লো কবে রে তুই

আসবি আমার ঘর !

No comments:

Post a Comment