Wednesday, January 22, 2014

বাবা মা



মিনি তখন অনেক ছোটপ বয়স সবে নয়,
মনের ইচ্ছা ছড়া লেখে,
নিয়ে কাগজ কালি লিখল তিনটে লাইন
তার মনে যে ছিলনা প্রত্যয় ।।

খাতা হাতে ছোট্টো মেয়ে বাবার কাছে গিয়ে
বাড়িয়ে ধরে লেখা;
লেখা দেখে হেসেই খুন, আমার এখন সময় নেই কো
তোর মায়েরে  দেখা ।।

মিনির সেই লজ্জা টুকুন
বাবার মনে দাগ কাটেনা কোনো ।

মা এসে লেখা পড়ে-মিনির শুকন মুখটি ধরে,
বলেন চুমা দিয়ে, মেয়ে আমার বড়ই গুণী
সব বিষয়ে প্রথম হবে
বলছি দেখে নিও ।।

মিনি ভাবে আমার মা আর বাবা
ঠিক যেন রবির রাজা-রাণী
রবির লেখা পড়ব আমি,
ছড়া , লেখা আর যা জানি,
তাঁর লেখাতেই ভরা -
মনের কথা এমন করে কেউ বোঝেনা
রবি ঠাকুর ছাড়া ।।


No comments:

Post a Comment